হোম > সারা দেশ > বগুড়া

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ সদস্য 

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য ও তাঁর সোর্স। গত রোববার মধ্যরাতে এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তাজমিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৮ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সদরের ছোট কুমিড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

মারধরের শিকার দুজন হলেন, সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. নাসিম ও তাঁর সোর্স আব্দুল মান্নান। পুলিশ সদস্য নাসিমকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। তাঁর সোর্স সাবেক পুলিশ সদস্য মান্নানকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে মান্নান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদী সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজমিলুর রহমান। 

জানা যায়, সম্প্রতি ছোট কুমিড়া এলাকা থেকে ২৯ বছর বয়সী চাম্পা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। পুলিশ জানায় চাম্পার কাছ থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

পরিদর্শক তাজমিলুর বলেন, চাম্পার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী শয়ন শেখ ও ভাই স্বপনকে গ্রেপ্তার করতে সদর ফাঁড়ির একটি টিম ছোট কুমিড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় আসামির স্বজনদের হামলার শিকার হন পুলিশ সদস্য নাসিম ও সোর্স মান্নান। পরে খবর পেয়ে সদর থানার আরেকটি টিম গিয়ে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। 

সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান চলছে। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ