হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক উল্টে খাদে, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-পাবনা মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মাইক্রো বাসের সঙ্গে সংঘর্ষের পর উল্টে খাদে পড়া যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নয়নগাতী কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২) এবং একই গ্রামের মতিউর রহমানের ছেলে মুনছুরুল আলম বাবুল (৪০)। তাঁদের মধ্যে মানিক মাইক্রোবাসের চালক ও মুনছুরুল যাত্রী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, রাতে যাত্রীবাহী একটি মাইক্রোবাস পাবনার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-পাবনা মহাসড়কের নয়নগাতী কবরস্থান এলাকায় পৌঁছালে সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উলটে খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

আব্দুর রউফ আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড