হোম > সারা দেশ > জয়পুরহাট

মাংস খাওয়ানোর কথা বলে ৪ বছরের দেবরকে হত্যা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে লাবিব হোসেন (৪) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। আজ মঙ্গলবার ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাবিবের বড় ভাইয়ের স্ত্রী রিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশু লাবিব উপজেলার সাতনা গ্রামের জহুরুল ইসলামের ছেলে। 

লাবিবের পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রায় ৯ মাস আগে সাতানা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মেত্তাউল হাসানের সঙ্গে রিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে রিমার সঙ্গে শ্বশুর-শাশুড়ির ঝগড়াবিবাদ লেগেই থাকত। মঙ্গলবার সকালে মুরগির মাংস খাওয়ানোর কথা বলে শাশুড়ির কাছ থেকে শিশু লাবিবকে ডেকে নিয়ে ঘরে যান রিমা। পরে ভাবি রিমা শিশু লাবিবকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে বিছানায় শুইয়ে রাখেন। কিছুক্ষণ পরে লাবিবের মা ছেলেকে ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে রিমার ঘরে ঢুকে ছেলের মরদেহ দেখতে পান। 

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, ‘এ ঘটনায় শিশুটির মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ভাবি রিমাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার