হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

 লালপুর (নাটোর) প্রতিনিধি

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধপাড়ায় মন্দিরটি পরিদর্শন করেন সহকারী হাইকমিশনার। পরে তিনি সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে মনোজ কুমার লেখেন, ‘এটা ছিল খুবই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা, সৌভাগ্যক্রমে মা কালীর আশীর্বাদে অত্যন্ত সুন্দর ও আশীর্বাদপূর্ণ কালীমাতা মন্দিরটি পরিদর্শন করতে পেরেছি। কালীমাতা মন্দিরটি নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কের কাছে অবস্থিত।’

পরে সহকারী হাইকমিশনার শ্রীশ্রী কালীমাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্দির কমিটির সহসভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের গুরুদাসপুর থেকে ফেরার পথে মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক উন্নতিকল্পে সহযোগিতা করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্দিরের সহসভাপতি গণেশ চন্দ্র দাশ, নিরীক্ষণ সম্পাদক আশিস কুমার সুইট, মন্দির সেবায়েত সনাতন প্রভুসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ