হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

 লালপুর (নাটোর) প্রতিনিধি

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধপাড়ায় মন্দিরটি পরিদর্শন করেন সহকারী হাইকমিশনার। পরে তিনি সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে মনোজ কুমার লেখেন, ‘এটা ছিল খুবই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা, সৌভাগ্যক্রমে মা কালীর আশীর্বাদে অত্যন্ত সুন্দর ও আশীর্বাদপূর্ণ কালীমাতা মন্দিরটি পরিদর্শন করতে পেরেছি। কালীমাতা মন্দিরটি নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কের কাছে অবস্থিত।’

পরে সহকারী হাইকমিশনার শ্রীশ্রী কালীমাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্দির কমিটির সহসভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের গুরুদাসপুর থেকে ফেরার পথে মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক উন্নতিকল্পে সহযোগিতা করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্দিরের সহসভাপতি গণেশ চন্দ্র দাশ, নিরীক্ষণ সম্পাদক আশিস কুমার সুইট, মন্দির সেবায়েত সনাতন প্রভুসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার