হোম > সারা দেশ > বগুড়া

মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ হলেন সদর থানার ওসি

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভির রহমান অর্জন করেছেন প্রথম স্থান। আর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন সদর থানার কর্মকর্তা মো. সেলিম রেজা।

গতকাল বুধবার জেলা পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁদের পুরস্কৃত করা হয়।

সভায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদকে দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ভূষিত করা হয়। শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হয়েছেন সদর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ।

এই কর্মকর্তাসহ ১২ ক্যাটাগরিতে মোট ১৮ জন পুলিশ কর্মকর্তাদের মাসিক কল্যাণ সভাতে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক অফিসার হয়েছেন শাজাহানপুর থানার এসআই জেবুন নেছা। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনের জন্য মো. সোলায়মান আলী, মো. রাজু কামাল, কাজী মো. নজরুল ও শামীম আহমেদ এই চার এসআইকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

মাসিক পর্যালোচনায় বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ১৩ জন পুলিশ কর্মকর্তাকে অর্থ পুরস্কার দেওয়া হয়। সভায় পাঁচজন কনস্টেবলকে অবসর সম্মাননা জানানো হয়।

মাসিক এই সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় তিনি পুলিশ মহাপরিদর্শকের পাঁচটি লক্ষ্য-দুর্নীতিমুক্ত পুলিশ, মাদকমুক্ত পুলিশ, হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পুলিশের কল্যাণ নিশ্চিত করা ও বিট পুলিশিং এই লক্ষ্যসমূহকে সামনে রেখে সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ ও ট্রাফিক ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে