হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান শেখপাড়ার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে মোবাইল নম্বর যাচাই-বাছাই করে পুলিশ ধারণা করছে ওই ব্যক্তির বাড়ি পাবনার বেড়া উপজেলায়। বিস্তারিত পরে জানা যাবে। 

এলাকাবাসীর দাবি, গতকাল রাতে ইদ্রিস আলী খানের গোয়ালঘরে চোরেরা গরু চুরি করতে ঢুকে। এ সময় তাদের ফিসফাস শব্দে ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যরা টের পেয়ে ঘর থেকে বের হন। তিনজনকে দেখে চোর বলে চিৎকার করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। এ সময় ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গ্রামবাসীর তথ্য অনুযায়ী, ইদ্রিস আলী খানের গোয়ালে দুটি গরু ও চারটি ছাগল ছিল। গভীর রাতে চুরি করার সময় গ্রামবাসীর হাতে আটক হয়ে এদের মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী