নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরী জলি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ২০ হাজার ৫৭৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট।
মেয়র পদের ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম।
অপরদিকে পৌরসভার নির্বাচিত সাধারণ কাউন্সিলররা হলেন-১ নম্বর ওয়ার্ডে মলয় রায়, ২ নম্বর ওয়ার্ডে জাহিদুর রহমান জাহিদ, ৩ নম্বর ওয়ার্ডে ফরিদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে আশরাফ খান চৌধুরী আকিব, ৫ নম্বর ওয়ার্ডে রোকনুজ্জামান হিরো, ৬ নম্বর ওয়ার্ডে আরিফুর রহমান মাসুম, ৭ নম্বর ওয়ার্ডে মীর নাফিউল ইসলাম অন্তর, ৮ নম্বর ওয়ার্ডে শেখ রুবেল ও ৯ নম্বর ওয়ার্ডে রানা হোসেন। এ ছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নার্গিস বেগম, ২ নম্বর ওয়ার্ডে কোহিনুর বেগম পান্না ও ৩ নম্বর ওয়ার্ডে রীনা বেগম রেবা।
এর আগে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৩০টি কেন্দ্রে ইভিএমে ভোট দেন ভোটাররা।