হোম > সারা দেশ > বগুড়া

৭২ দিন পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত ছাত্রের লাশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ৭২ দিন পর শিক্ষার্থী সাব্বির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে আদালতের নির্দেশে গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলীহাটা মধ্যপাড়া গ্রামের কবরস্থান থেকে তাঁর লাশ তোলা হয়। 

নিহত সাব্বির হোসেন (১৪) তেলিহাটা মধ্যপাড়া এলাকায় শাহিন আলমের ছেলে। সে সুখানপুকুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। 
 
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয়দের সঙ্গে আনন্দ মিছিলে অংশ নেয় সাব্বির। মিছিল শেষে বাড়ি ফেরার পথে সোনাতলা উপজেলার শিহিপুর এলাকায় পৌঁছালে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সাব্বিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার। 

 ১৫ আগস্ট সাব্বিরের বাবা শাহিন আমল বাদী হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সারিয়াকান্দি-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান ও সোনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ ২০ জনকে আসামি করা হয়। 

লাশ তোলার সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা ও সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী। ময়নাতদন্ত শেষে তাঁদের তত্ত্বাবধানেই লাশ ফের দাফন করা হবে। 

সোনাতলা ওসি মিলাদুন্নবী বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছিল পরিবার। তদন্তের স্বার্থে ২৮ আগস্ট লাশটি ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর