হোম > সারা দেশ > নওগাঁ

১৫ বছর পর মান্দায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

১৫ বছর পর নওগাঁর মান্দায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার। দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৫ পদে ৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

সূত্রে জানা গেছে, নির্বাচনে মোফাজ্জল-বদিউল-খায়রুল ও সাইফুল প্যানেল ২৫ পদেই প্রার্থী দিয়েছে। অপরদিকে মঞ্জুরুল হাসান আলম ও মোজাম্মেল হক বকুল প্যানেল ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রধান তিন পদে ৮ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করছেন।

এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক পদে তিনজন। আগামী শনিবার সকাল ৯টার থেকে বেলা ৩টা একটানা ভোটগ্রহণ করা হবে। এবারে মোট ভোটার সংখ্যা ৯৯৭ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন উপজেলায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন হয়নি। সর্বশেষ কমিটির সভাপতি মো. সাহাদত হোসেন অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে সাংগঠনিক কাজ চালানো হয়। নেতৃত্ব সংকটের কারণে এরই মধ্যে অনেক শিক্ষক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এসব কারণে যারা শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন তাদেরই বেছে নেবেন শিক্ষকেরা।

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন