হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

প্রতিনিধি, বগুড়া সদর

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দুজন করোনা আক্রান্ত ও ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ১৭ জনের মৃত্যু যোগ করে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৭।

আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৬২২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১৭০ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৭ জন। জেলায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৩ শতাংশ।

ডা. তুহিন আরও বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৮৩ জন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২২ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত দুজনের মধ্যে একজন অন্য জেলার বাসিন্দা। তিনি বগুড়ায় চিকিৎসা নিচ্ছিলেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার