হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে তফসিল বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল

রাবি প্রতিনিধি

সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জিয়া পরিষদ। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে সংগঠনের সদস্য অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮-এর ধারাবাহিকতায় এবারও তফসিল ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনের মতো সরকার আরেকটি নির্বাচন করতে চাচ্ছে। এর মধ্য দিয়ে তারা দেশকে একটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’ 

যুগ্ম সম্পাদক অধ্যাপক কুদরত-ই জাহান বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে সবার মতামত ও ভোটাধিকার প্রয়োগের প্রয়োজন আছে। কিন্তু যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং সরকার যে নির্বাচন করতে চাচ্ছে, তা সবার মতামতকে ক্ষুণ্ন করেছে। সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই আমরা এখানে দাঁড়িয়েছি।’ 

সংগঠনের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। এ ছাড়া সংলাপ না করে নির্বাচন কমিশন একটি ফরমায়েশি তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদ জানিয়ে কালো পতাকা মিছিল করেছি। আমরা চাই, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করুক।’

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে