হোম > সারা দেশ > বগুড়া

মদ খেয়ে পুলিশকে গালি দেওয়ায় ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ২ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মদ খেয়ে মাতলামি ও পুলিশকে গালি দেওয়ায় ছাত্রলীগের কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় মামলার পর তাঁদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাত সোয়া ২টার দিকে সান্তাহার রেলওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন—আবদুল্লাহ আল মামুন (২৩) ও তাঁর অপর সহযোগী সাজু হোসেন (৩৩)। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, গতকাল রাতে উপজেলা ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন তাঁর সহযোগীকে নিয়ে মাতাল অবস্থায় সান্তাহার স্টেশনে আসেন। এক সময় তাঁরা রেলওয়ে থানার সামনে এসে মাতলামি শুরু করেন। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ তাঁদের থামাতে চাইলে তাঁরা পুলিশকে অকথ্য ভাষায় গালি দেন। 

ওসি আরও বলেন, তাঁদের আচরণে পুলিশ ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন ও তাঁর অপর সহযোগী সাজুকে গ্রেপ্তার করে। আবদুল্লাহ আল মামুন সান্তাহার শহরের হাউজিং কলোনি এলাকার পিন্টু হোসেনের ছেলে। সাজু হোসেন সান্তাহার স্টেশন কলোনির আব্দুর রহিমের ছেলে। গতকাল সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী