নাটোর শহরতলির তেবারিয়া রেলক্রসিং অতিক্রমের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যেই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর নাটোরের সঙ্গে সকল স্টেশনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ সোমবার ভোররাতে ঢাকা থেকে কুড়িগ্রাম অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এবং মালবাহী ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়।
নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি এখনো লাইনের ওপর আটকে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে। পার্বতীপুর হতে উদ্ধারকারী রিলিফ লোকো এরই মধ্যেই নাটোরে পৌঁছেছে। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। দ্রুত লাইন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা চলছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’