হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিহত রবিউল ইসলাম কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের ইলাহীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম গতকাল সন্ধ্যায় তাঁর ব্যাটারিচালিত অটোভ্যানে আলু নিয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে রওনা দেন। পথে তাঁর ভ্যানের সকাপ ভেঙে যায়। ফলে তিনি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওপরে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে বগুড়া যাওয়ার পথে রবিউল ইসলাম মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’

এনসিপির জেলা ও নগর আহ্বায়ক দুই মেরুতে

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন