হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলায় ধান কেটে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার। তিনি জানান, নিহত কিশোরের নাম মো. সাজেদুল ইসলাম (১৬)। সে উপজেলার পূর্ব করমুডাঙ্গা গ্রামের দুরুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সারা দিনই চৌমুহনী গ্রামের বাসিন্দা এন্দাদুল ইসলামের জমিতে বোরো ধান কাটেন সাজেদুলসহ অন্যান্য কৃষি শ্রমিকেরা। সন্ধ্যার দিকে আকাশ মেঘলা দেখে সাজেদুলসহ তাঁর আরও দুই ভাই এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। কিছু সময় পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পথে হঠাৎ চৌমুহনী ব্রিজের পাশে বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সাজেদুল মারা যান। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকেরা নিহত সাজেদুলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

ওসি তারেকুর রহমান বলেন, সন্ধ্যার দিকে ফসলের মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাজেদুলসহ অন্যান্য কৃষি শ্রমিকেরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাজেদুল নামের ওই কিশোরের মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার