হোম > সারা দেশ > নাটোর

নকল প্রসাধনী উৎপাদন করায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি

ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দামি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এত দিন ধরে তৈরি হয়ে আসছিল নাটোরে। আর নকল এসব প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে ২টা পর্যন্ত সদরের হালশা ফুলসর গ্রামে অভিযান চালানো হয়। সেখানে ভেজাল প্রসাধনী উৎপাদন করায় এই জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির এবং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল সদরের হালশা ফুলসর গ্ৰামের ফয়েজ উদ্দিনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ফয়েজ উদ্দিনের বসতবাড়িতে অবৈধভাবে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করার দায়ে শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহিউদ্দিন কাজলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির বলেন, ওই বাড়ি থেকে ৪১ হাজার ৯০০ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্রিম জব্দ করা হয়। পরে জব্দ করা প্রসাধনী ধ্বংস করা হয়। ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর এসব প্রসাধনী সামগ্রী দীর্ঘদিন ধরে নাটোর ও এর আশপাশের জেলার নারীরা কিনে ব্যবহার করে আসছিলেন।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড