হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল এর সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজির মামলা আছে। 

আজ রোববার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইমদাদুল হক জনি (৫০)। তিনি সদর উপজেলার উলিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। 

এর আগে শনিবার দিবাগত রাতে আত্রাই উপজেলার বিহারীপুর রেল ব্রিজ এলাকার একটি মোবাইলের দোকান থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান সংবলিত ৩৪টি লিফলেট, তিনটি মোবাইল ফোন, ডায়েরি, বাইসাইকেল জব্দ করে পুলিশ। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শীর্ষ সন্ত্রাসী জনি ১৪ বছর জেলে থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন। জেল থেকে বেরিয়ে এলাকায় রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার অপচেষ্টা করে। পাশাপাশি চাঁদাবাজি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। 

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি কেএম শামসুদ্দিন, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী