হোম > সারা দেশ > পাবনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরির সময় আটক ৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে মালামাল চুরির সময় চার ব্যক্তিকে আটক করেছেন প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা।

আজ শুক্রবার রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদার নিকিম কোম্পানিতে চুরির এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের তানিক ইসলাম (১৮), একই গ্রামের মো. রায়হান প্রামাণিক (২০) ও শুভ বিশ্বাস (১৮) এবং পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ্বাসপাড়ার সাকিব প্রামাণিক (২৮)।

তাঁদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চুরির বিভিন্ন মালামাল জব্দ করেছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামলার প্রস্তুতি নিয়েছে।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পারভেজ আজকের পত্রিকাকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় আজ ভোর ৫টার দিকে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁরা নিকিম কোম্পানির কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা এসে জব্দ মালামাল যাচাই-বাছাই করে চুরির বিষয়ে নিশ্চিত হন এবং পরে কোম্পানির সিকিউরিটি অফিসার ড্যানিস তেরোখভ বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে চুরির এজাহার জমা দেন। পরে রূপপুর পুলিশ ফাঁড়ি ওই মামলায় ধৃত চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকার (ওসি) অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, আটক চারজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড