হোম > সারা দেশ > পাবনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরির সময় আটক ৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে মালামাল চুরির সময় চার ব্যক্তিকে আটক করেছেন প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা।

আজ শুক্রবার রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদার নিকিম কোম্পানিতে চুরির এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের তানিক ইসলাম (১৮), একই গ্রামের মো. রায়হান প্রামাণিক (২০) ও শুভ বিশ্বাস (১৮) এবং পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ্বাসপাড়ার সাকিব প্রামাণিক (২৮)।

তাঁদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চুরির বিভিন্ন মালামাল জব্দ করেছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামলার প্রস্তুতি নিয়েছে।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পারভেজ আজকের পত্রিকাকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় আজ ভোর ৫টার দিকে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁরা নিকিম কোম্পানির কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা এসে জব্দ মালামাল যাচাই-বাছাই করে চুরির বিষয়ে নিশ্চিত হন এবং পরে কোম্পানির সিকিউরিটি অফিসার ড্যানিস তেরোখভ বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে চুরির এজাহার জমা দেন। পরে রূপপুর পুলিশ ফাঁড়ি ওই মামলায় ধৃত চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকার (ওসি) অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, আটক চারজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার