হোম > সারা দেশ > পাবনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরির সময় আটক ৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে মালামাল চুরির সময় চার ব্যক্তিকে আটক করেছেন প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা।

আজ শুক্রবার রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদার নিকিম কোম্পানিতে চুরির এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের তানিক ইসলাম (১৮), একই গ্রামের মো. রায়হান প্রামাণিক (২০) ও শুভ বিশ্বাস (১৮) এবং পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ্বাসপাড়ার সাকিব প্রামাণিক (২৮)।

তাঁদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চুরির বিভিন্ন মালামাল জব্দ করেছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামলার প্রস্তুতি নিয়েছে।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পারভেজ আজকের পত্রিকাকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় আজ ভোর ৫টার দিকে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁরা নিকিম কোম্পানির কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা এসে জব্দ মালামাল যাচাই-বাছাই করে চুরির বিষয়ে নিশ্চিত হন এবং পরে কোম্পানির সিকিউরিটি অফিসার ড্যানিস তেরোখভ বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে চুরির এজাহার জমা দেন। পরে রূপপুর পুলিশ ফাঁড়ি ওই মামলায় ধৃত চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকার (ওসি) অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, আটক চারজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার