হোম > সারা দেশ > জয়পুরহাট

ইউপি সদস্য প্রার্থীর নিজের ভোটও উধাও! 

জয়পুরহাট প্রতিনিধি

গত সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বায়। এ নির্বাচনে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের ইউপি সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা একটি ভোটও পাননি। সে অর্থে ভোট গণনায় তাঁর নিজের ভোটটিও উধাও। উদ্ভূত এ পরিস্থিতিতে তিনি নিজের ভোটটি খুঁজে পেতে নির্বাচন অফিসে ঘুরছেন এবং পুনরায় ভোট গণনার দাবি তুলেছেন। 

গত মেয়াদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন প্রার্থী রবিউল ইসলাম রানা। 

জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম্বা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। তালা মার্কা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই বিজয়ী হওয়ার লক্ষ্যে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনিও প্রচার-প্রচারণা চালান। পোস্টার লাগানো হয় ওয়ার্ডের সর্বত্র। বিতরণ করা হয় লিফলেট। বাড়ি বাড়ি গিয়ে ভোটও প্রার্থনা করেন তিনি। ভোটের দিন কেন্দ্রে নিজের তালা প্রতীকের এজেন্টও ছিল। অথচ সোমবার দিন শেষে ভোট গণনায় দেখা যায়, তিনি একটি ভোটও পাননি। ফলাফল শিটে দেখা যায়, রবিউল ইসলাম রানার তালা প্রতীকে একটি ভোটও পড়েনি। এদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থী, ভূপেন চন্দ্র মণ্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩ ভোট, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট এবং ময়নুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট।  

রবিউল ইসলাম রানা বলেন, ‘আমি, আমার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ আমার আত্মীয়স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের ভোট কোথায় গেল? আমার কর্মী-সমর্থক ও এজেন্টদের ভোট কোথায় গেল? তাঁরা কেউই কি আমাকে ভোট দেননি? ভালো কথা! তাহলে আমার নিজের ভোটটি গেল কোথায়?’ 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারই বলতে পারবেন। তবে প্রার্থী চাইলে এ ব্যাপারে আদালতের আশ্রয় নিতে পারেন।’ 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার