হোম > সারা দেশ > নাটোর

আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাজেদ হোসেন (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া সদর ইউনিয়নের জিগরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত মাজেদের বাড়ি পার্শ্ববর্তী পাকা ইউনিয়নের আস্তিকপাড়া এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিগরী বাজারের দক্ষিণ পাশে ক্ষিদ্রমালঞ্চি গ্রামের মোশাররফ হোসেন তাঁর একটি আমগাছ ওই এলাকারই আইয়ুব আলীর কাছে বিক্রি করেন। সেই গাছের পাশে ঘরের টিনের চালার ওপর দাঁড়িয়ে আম পাড়ছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘরের চালার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা চালা থেকে নামানোর কিছু সময় পর তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জিগরী বাজারের দোকানি রবিউল ইসলাম জানান, মানুষের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি লোকটি ঘরের টিনের ওপর পড়ে আছেন। আর পাশে বিদ্যুতের তারের সঙ্গে আমপাড়া আংটায় ঝুলছে কাঁচা বাঁশের লগি। টিনের ওপর থেকে তাঁকে নামানো হয়। কিছু সময় পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা