হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অধ্যক্ষ   

প্রতিনিধি

শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ আব্দুর রহমান মিন্টু (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ। 

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান মিন্টু শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়ার হজরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) হিসেবে নিযুক্ত আছেন।  তিনি উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে। অপরদিকে, ধর্ষণের শিকার ওই ছাত্রী একই মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করেন।  

পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার আবাসিকে ১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকত। হলরুমের পাশেই সপরিবারে থাকতেন শিক্ষক আবদুর রহমান। গত রবিবার রাতে ছাত্রীরা সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত আড়াইটার দিকে আব্দুর রহমান হলরুমে প্রবেশ করে এবং ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর পরই একইদিন বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে আবদুর রহমানকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করেন।      

পুলিশ কর্মকর্তা হাসমত উল্লাহ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার