হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অধ্যক্ষ   

প্রতিনিধি

শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ আব্দুর রহমান মিন্টু (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ। 

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান মিন্টু শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়ার হজরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) হিসেবে নিযুক্ত আছেন।  তিনি উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে। অপরদিকে, ধর্ষণের শিকার ওই ছাত্রী একই মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করেন।  

পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার আবাসিকে ১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকত। হলরুমের পাশেই সপরিবারে থাকতেন শিক্ষক আবদুর রহমান। গত রবিবার রাতে ছাত্রীরা সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত আড়াইটার দিকে আব্দুর রহমান হলরুমে প্রবেশ করে এবং ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর পরই একইদিন বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে আবদুর রহমানকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করেন।      

পুলিশ কর্মকর্তা হাসমত উল্লাহ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২