হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অধ্যক্ষ   

প্রতিনিধি

শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ আব্দুর রহমান মিন্টু (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ। 

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান মিন্টু শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়ার হজরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) হিসেবে নিযুক্ত আছেন।  তিনি উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে। অপরদিকে, ধর্ষণের শিকার ওই ছাত্রী একই মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করেন।  

পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার আবাসিকে ১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকত। হলরুমের পাশেই সপরিবারে থাকতেন শিক্ষক আবদুর রহমান। গত রবিবার রাতে ছাত্রীরা সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত আড়াইটার দিকে আব্দুর রহমান হলরুমে প্রবেশ করে এবং ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর পরই একইদিন বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে আবদুর রহমানকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করেন।      

পুলিশ কর্মকর্তা হাসমত উল্লাহ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী