হোম > সারা দেশ > পাবনা

মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচার, গ্রেপ্তার ২ 

স্টাফ রিপোর্টার, পাবনা

মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচারের সময় পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০৫ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লার কোতোয়ালি উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের শাহাদত হোসেন (২৪)।

র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহনের আড়ালে গাঁজা পাচার করা হচ্ছে। এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিএন্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও একটি ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় ওই দুই মাদক ব্যবসায়ীকে।

এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুজনকে বেড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাব থেকে যে দুইজনকে থানায় সোপর্দ করেছিল তাদের আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী