হোম > সারা দেশ > বগুড়া

ছোট ভাইয়ের ওপর অভিমান করে ষষ্ঠ শ্রেণির ছাত্রের ‘আত্মহত্যা’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ওপর অভিমান করে মেহেদী হাসান (১৩) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত মেহেদী হাসান নাটমরিচাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশুর বাবা আব্দুর রহিমের ব্যবহৃত মোবাইল ফোনটি পুরোনো হওয়ায় তিনি একটি নতুন মোবাইল কেনেন। পরে বাবার পুরোনো মোবাইলটিতে মেহেদী হাসান ও তার ছোট ভাই মইনুর হাসান (৭) গেম খেলত। গতকাল সোমবার রাতে মোবাইলে গেম খেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিকে পরিবারের সবার অজান্তে বাড়ির পার্শ্বে পরিত্যক্ত মুরগির ফার্মের ভেতরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মেহেদী। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেহেদী হাসানের বাবা আব্দুর রহিম বলেন, ‘আমার বড় ছেলে মেহেদী হাসান ও ছোট ছেলে মইনুর হাসান। মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ছোট ভাইয়ের ওপর অভিমান করে মেহেদী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক