হোম > সারা দেশ > রাজশাহী

মিষ্টিকুমড়ার ভেতর ৩০০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় পাচারের উদ্দেশ্যে নেওয়া মিষ্টিকুমড়ার ভেতর ৩০০ গ্রাম হেরোইনসহ মাসুদ মণ্ডল (২০) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরগঞ্জ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মাসুদ মণ্ডল উপজেলার বামনডাঙা গ্রামের মাতু থান্দারের ছেলে। 

 র‍্যাব বলছে, রাজশাহী-বাঘাগামী ঢাকা মেট্রো-ব-১১-১৭৪৩ নম্বরের রাজা বাদশা নামের একটি যাত্রীবাহী বাসে মাসুদ মণ্ডল দুটি মিষ্টিকুমড়ার মধ্যে করে ৩০০ গ্রাম হেরোইন নিয়ে যাচ্ছিলেন। বাসটি মীরগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে পথরোধ করে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

এ সময় বাস তল্লাশি শুরু করা হলে বাসের জানালা দিয়ে মাসুদ মণ্ডল পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা দুটি মিষ্টিকুমড়ার ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, র‍্যাব বাদী হয়ে মাসুদ মণ্ডলের নামে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। 

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান