হোম > সারা দেশ > নাটোর

শিশু ধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার আসামির নাম আ. কুদ্দুস (৩৯)। ঘটনার প্রায় ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার সকালে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়। গ্রেপ্তার কুদ্দুস উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুদ্দুস ২০০৬ সালের ২০ জুন দুপুরে আট বছর বয়সের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর তিনি শিশুটিকে হত্যা করে পালিয়ে যান। পরে শিশুটির বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান। 

র‍্যাব জানায়, গতকাল সন্ধ্যায় কুদ্দুসকে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা