হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪০। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮৫। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮০ জন শনাক্ত হন। এ ছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৬টি নমুনায় ৭ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৫টি নমুনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ডা. তুহিন বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৮৮, ধুনট ও শেরপুরে ৭ জন করে, দুপচাঁচিয়া, সারিয়াকান্দি ও আদমদীঘিতে ৬ জন করে, গাবতলী, আদমদীঘিতে ৭ জন করে, কাহালু ও শিবগঞ্জে ২ জন করে, শাজাহানপুরে ১০ জন, নন্দীগ্রাম উপজেলার ১৬ জন রযেছেন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৪ শতাংশ।

করোনায় মৃত্যুর সংখ্যা বিষয়ে ডা. তুহিন বলেন, ‘জেলার স্বাস্থ্য বিভাগের হিসাবে বগুড়ায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের। তবে আগের আরও দুজনের মৃত্যু আছে শজিমেক হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের তাঁদের বিষয়ে লিখিত কোনো কাগজ দেয়নি। এ কারণে ওই দুজনের নাম স্বাস্থ্য বিভাগের করা মৃতের তালিকায় এখনো ওঠানো হয়নি। এই দুজনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৪২।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার