নাটোরের বড়াইগ্রামে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক রহমত আলী (৪০) নিহত হয়েছেন। রোববার বিকেলে বনপারা-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত চালক উপজেলার কৈডিমা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও গুরুদাসপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক। গ্রেপ্তার ব্যক্তির নাম রবিউল ইসলাম (২২)। তিনি নাটোর সদর উপজেলার রামাইগাছি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পিকআপ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে পিকআপ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
বনপারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।