হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান নামে একজন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জয়পুরহাট সদর উপজেলার বুম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। 

স্থায়ীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়া গ্রামের মাজেদ নামে এক ব্যক্তি বটতলী ব্রিজের ওপর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে পরে মোটরসাইকেল যোগে আতিকুর ও আমিনুর হাসপাতালে খোঁজ খবর নিতে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই আতিকুর মারা যান।

এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যবসায়ী আমিনুর রহমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে