হোম > সারা দেশ > রাজশাহী

গ্রেপ্তার এড়াতে গাছে উঠলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে গ্রেপ্তার এড়াতে গাছে উঠলেন বিএনপি নেতা। কিন্তু পুলিশের সামনেই গাছ থেকে পড়ে আহত হলেন তিনি। এ জন্য পুলিশ অবশ্য তাঁকে গ্রেপ্তার করেনি। বাচ্চু রহমান নামের এই নেতা রাজশাহীর মোহনপুর উপজেলার বিএনপির সদস্যসচিব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহনপুরে বাচ্চুর বাড়ি গিয়ে তাঁকে খুঁজছিল থানা-পুলিশের একটি দল। তখন এই ঘটনা ঘটে।

জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত জানান, রাজশাহীর বিভাগীয় সমাবেশের আগে দলটির নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। থানায় থানায় হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

কিছুদিন আগে মোহনপুর থানাতেও পুলিশ একটি মিথ্যা মামলা করেছে। এই মামলায় অজ্ঞাত আসামির তালিকায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল রাতে বাচ্চুকে গ্রেপ্তার করতে পুলিশ যায়। এ সময় বাড়ির নারীরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। এই সুযোগে দেয়াল টপকে গাছে ওঠেন বাচ্চু। তখন তিনি গাছ থেকে পড়ে আহত হন। তাঁর হাতের আঙুল ভেঙে যায়। এর পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ‘পুলিশ বাচ্চুর এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়েছিল। তিনি পরিচিত মানুষ বলে পুলিশ ডাক দিয়েছিল। এতেই তিনি আতঙ্কিত হয়ে গাছে ওঠেন। পড়ে গিয়ে তাঁর হাতের আঙুল ভেঙে যায়। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ যায়নি। এ জন্য তাঁকে গ্রেপ্তারও করা হয়নি। ’

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ