হোম > সারা দেশ > রাজশাহী

আক্কেলপুরে কিশোরীর আত্মহত্যার চেষ্টা, কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের একটি গ্রামের নবম শ্রেণি পড়ুয়া (১৫) এক ছাত্রীর সঙ্গে পাশের গ্রামের কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। একপর্যায়ে ওই মেয়েটি বিয়ের করতে চাপ দিলে কিশোর অস্বীকার করে। পরে মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল মঙ্গলবার রাতে বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ’–এর লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে কিশোরের বাবা–মাকেও জড়ানো হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে ওই কিশোরের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা একাধিকবার শারীরিক সম্পর্ক করে। কিছুদিন পর কিশোরের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। এ কারণে সে ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ওই ছাত্রী গত সোমবার আত্মহত্যার চেষ্টা করে।

মেয়েটির বাবা বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে ছেলেটি। এখন সে আমার মেয়েকে বিয়ে করতে চায় না। এতে অভিমান করে মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমার মেয়ে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি।’

অভিযুক্ত কিশোরের মা আজকের পত্রিকাকে বলেন, ‘পাশের গ্রামের মেয়েটির সঙ্গে আমার ছেলের ঘটনার বিষয়ে কোনো কিছু জানি না। ছেলে আমার টাওয়ারের কাজে বাইরে রয়েছে। এর বেশি কিছু জানি না।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে মেয়েটির পরিবার। ঘটনাটি যত দূর জেনেছি এটি একটি প্রেমঘটিত ঘটনা। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখার জন্য।’

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার