হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আইএফআইসি ব্যাংকে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, ১০ লাখ টাকা উদ্ধার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১০ লাখ টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল। 

আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের হুকমাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সিংড়িয়া গ্রামের বিমল রাজভড় (৩০), আদমদীঘি থানার তালশন গ্রামের বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮) এবং সোনাতলা থানার দক্ষিণ আটকরিয়া গ্রামের পাভেল। 

পুলিশ সুপার বলেন, গত পাঁচ দিন ধরে বগুড়া এবং ঢাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী প্রত্যেকের বাড়ি থেকে নগদ সর্বমোট ১০ লাখ ৮৫ হাজার ৯৪০ টাকা এবং চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল জাহিদুলের হেফাজত থেকে উদ্ধার করা হয়। 

গত ১২ জুন দিবাগত রাতে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। চোরের দল ব্যাংকের দোতলা ভবনের পেছন দিয়ে সিঁড়ি ঘরের তালা এবং ব্যাংকের প্রবেশ গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের সিন্দুকে রাখা নগদ ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে পালিয়ে যায়। 

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় ১৩ জুন রাতে বগুড়া সদর থানায় চুরি মামলা দায়ের করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের একাধিক টিম আশপাশের সিসিটিভি ফুটেজ ছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে। এরপর ১৯ জুন থেকে তাঁদেরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়। 

পুলিশ সুপার আরও বলেন, ব্যাংকে চুরির মূল পরিকল্পনাকারী জাহিদুল ইসলামকে ঢাকার দক্ষিণ খান থেকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, এক মাস আগে ব্যাংকের ওই উপ শাখায় চুরির পরিকল্পনা করে। এরপর বিভিন্ন সময় জাহিদুল ব্যাংকের ভেতর এবং বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার রাতে পাঁচজনের একটি দল চুরির উদ্দেশ্য মাটিডালী এলাকায় অবস্থান নেয়। 

রাত ২টার দিকে তিনজন ব্যাংক ভবনটির তিন দিকে অবস্থান নেয়। এরপর ভবনের পেছন দিক দিয়ে জাহিদুল এবং বিমল রাজভর ভেতরে প্রবেশ করে এক ঘণ্টার মধ্যে চুরির কাজ শেষ করে ব্যাংকে রাখা একটি আবর্জনার ব্যাগে টাকাগুলো ভরে নিয়ে পালিয়ে যায়। এরপর তারা টাকা ভাগাভাগি করে বাড়িতে অবস্থান না করে কখনো শ্বশুরবাড়ি কখনো আত্মীয়ের বাড়িতে অবস্থান করতে থাকে। 

পুলিশ সুপার বলেন, ব্যাংকে চুরির সঙ্গে পাঁচজন জড়িত ছিল। চারজন গ্রেপ্তার হয়েছে। অপর একজন এখনো পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার