হোম > সারা দেশ > রাজশাহী

রাকসু নির্বাচন ঘিরে গণতান্ত্রিক ছাত্র জোটের ৩ দাবি

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে গণতান্ত্রিক ছাত্র জোটের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে তিন দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানায়।

দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে, ‘আবাসিক হলে কোরআন পোড়ানো’, রেজিস্ট্রারের বাসায় ককটেল ফাটানোসহ গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এবং সাইবার বুলিং রোধে কার্যকর সেল গঠন করতে হবে। এ ছাড়া রাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে একটি নিরাপদ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিশ্চিত করতে পারেনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মহল নিজেদের বেপরোয়া আধিপত্য কায়েমের লক্ষ্যে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, যা শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের দৃঢ়তা ও নিরপেক্ষতার প্রতি অনাস্থা সৃষ্টি করেছে।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ’শেষ সময়ে এসে রাকসু বিতর্কিত হোক কিংবা সুষ্ঠু ও নিরপেক্ষ বাস্তবায়ন বিঘ্নিত হোক, তা আমরা কোনোভাবেই চাই না। কিন্তু অতীতে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, যার সুষ্ঠু তদন্ত করে বিচার সম্পন্ন করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। প্রশাসন বিগত ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে না পারলে সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাকসুর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।’

এ সময় ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ ও ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত উপস্থিত ছিলেন।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা