হোম > সারা দেশ > পাবনা

৮ বছর পরে আজ ঈশ্বরদী আওয়ামী লীগের সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

দীর্ঘ আট বছর পর আজ পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ বিরতি আর প্রতিদ্বন্দ্বিতা মিলে বেশ উৎকণ্ঠার মধ্যেই আলহাজ্ টেক্সটাইল উচ্চবিদ্যালয়ের মাঠে এই সম্মেলন হচ্ছে। 

আজ বেলা ১১টায় পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম এই সম্মেলনের উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন উপস্থিত থাকছেন। এরই মধ্যে তাঁরা এলাকায় চলে এসেছেন। 

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। 

এক প্যানেলে সভাপতি পদে রয়েছেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা এবং সাধারণ সম্পাদক পদে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান কনক শরীফ। অন্য প্যানেলে সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস; সাধারণ সম্পাদক পদে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। 

সবশেষ ২০১৩ সালের ১১ জুন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এই সম্মেলনে আনিসুন্নবী বিশ্বাস সভাপতি ও মকলেছুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ায় কমিটির সহসভাপতি নায়েব আলী বিশ্বাস দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

সম্মেলন প্রসঙ্গে আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলিম বলেন, `সম্মেলন সফল করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও সম্মেলনকে কেন্দ্র করে কিছু গুজব রয়েছে। এসব গুজব যেন কোনোভাবেই সম্মেলনকে কলুষিত করতে না পারে, সে জন্য আমরা সবাই চেষ্টা করছি।'

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর