সাংবাদিকদের পেটানোর মামলায় জামিন পেয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক আবদুর রশিদ। আজ বুধবার রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জাকির হাসান ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএমডিএ’র নির্বাহী পরিচালক উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন। আদালত তা মঞ্জুর করেছেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। এ ঘটনায় বুলবুল হাবিব থানায় মামলা করেন। এ মামলার প্রধান আসামি নির্বাহী পরিচালক আবদুর রশিদ।
এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান ও নির্বাহী পরিচালক আবদুর রশিদের অপসারণ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজ বুধবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল।