হোম > সারা দেশ > রাজশাহী

সাংবাদিক পেটানোর মামলায় বিএমডিএ পরিচালকের জামিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাংবাদিকদের পেটানোর মামলায় জামিন পেয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক আবদুর রশিদ। আজ বুধবার রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জাকির হাসান ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএমডিএ’র নির্বাহী পরিচালক উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন। আদালত তা মঞ্জুর করেছেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। এ ঘটনায় বুলবুল হাবিব থানায় মামলা করেন। এ মামলার প্রধান আসামি নির্বাহী পরিচালক আবদুর রশিদ। 

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান ও নির্বাহী পরিচালক আবদুর রশিদের অপসারণ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজ বুধবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী