হোম > সারা দেশ > বগুড়া

৪ মাস পর করোনাভাইরাসে বগুড়ায় একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দীর্ঘ চার মাস পর করোনায় মমতাজ উদ্দীন (৭৫) নামে একজন মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল হক।

এর আগে গত মঙ্গলবার শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত মমতাজ উদ্দীন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে শজিমেকের চিকিৎসক ডা. সাজ্জাদ-উল হক বলেন, বর্তমানে জেলায় ২০ জন করোনা রোগী আছেন। তাঁদের মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে কেউ সুস্থ হননি। 

ডা. সাজ্জাদ-উল হক আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। পরে দীর্ঘ চার মাস পর আরও একজন মারা গেলেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০৬ জন। তাঁদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৬৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, ‘আমরা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্ক না পরলে জরিমানাও করছি।’ 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী