হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আজ ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫০তম শাহাদতবার্ষিকী। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন জাতির এই সূর্যসন্তান। 

ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রেহাইচরে তাঁর শাহাদাতবরণ স্থলে পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দোয়া-মোনাজাত করা হয়।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, পৌর মেয়র মোখলেসুর রহমান। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়া তাঁর সমাধিস্থল সোনা মসজিদ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তাঁর বাহিনীকে তিন ভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন। লড়াইয়ের একপর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা