হোম > সারা দেশ > জয়পুরহাট

থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে বাবা-ছেলেকে ছুরিকাঘাত 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বাবা ও ছেলে। ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করে মারধরের পর পুলিশের দেন স্থানীয়রা। পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকা ওই যুবক জানান, তার ওপর হামলা করা হয়েছে। তিনি ছুরিকাঘাত করেননি। 

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার আক্কেলপুর-দুঁপচাচিয়া সড়কের গোপীনাথপুর টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটেছে। 

আহত হলেন, নাসির উদ্দিন (৪৪) এবং তাঁর ছেলে মাসুদ রানা (২০)। তাঁদের বাড়ি উপজেলার হরিসারা গ্রামে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মিঠুর দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে মিঠু তাঁর মায়ের শয়ন ঘরের জানালায় উঁকি দেওয়ার অভিযোগ তোলেন প্রতিপক্ষ নাসির উদ্দিন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় গ্রাম সালিস বসে। ওই সালিসে মিঠু এবং তাঁর লোকজন নাসির উদ্দিনকে মারধর করেন। ওই ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে নাসির উদ্দিন তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে রোববার রাত ৯টার দিকে আক্কেলপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। 

থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে রাত ১০টার দিকে বিবাদী পক্ষের লোকজন বাবা-ছেলের পথরোধ করেন। এরপর তাঁরা বাবা ও ছেলেকে ছুরিকাঘাতে আহত করেন। তখন তাঁদের চিৎকার ও চেঁচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করেন। এরপর মারধর করে তাঁকে পুলিশে দেওয়া হয়। বর্তমানে পুলিশ পাহারায় মিঠু হোসেন নামে আটককৃত ওই যুবকের চিকিৎসা চলছে। 

পুলিশ পাহারায় চিকিৎসা নেওয়া মিঠু হোসেন সাংবাদিকদের বলেন, ‘নাসির উদ্দিনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছে। এ নিয়ে রোববার সন্ধ্যায় গ্রামে সালিস বসে। সেখানে সামান্য মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় নাসির উদ্দিন আমাদের বিরুদ্ধে রাতেই থানায় অভিযোগ করে। রাত ১০টার দিকে আমি পাশের গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিলাম। তখন তাঁরা আমাকে মারধর করে। বাবা-ছেলেকে আমরা কেউ ছুরিকাঘাত করিনি।’ 

এদিকে নাসির উদ্দিন ও তাঁর ছেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর পরিবারে লোকজনও হাসপাতালে গেছেন। এ কারণে তাঁদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘নাসির উদ্দিন ও তাঁর ছেলে রোববার রাতে থানায় একটি অভিযোগ করেছেন। এরপর বাড়িতে ফেরার পথে তাঁরা ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ছুরিকাঘাতের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক