হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম, স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক আব্দুল আলিমকে হত্যাচেষ্টা ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

আজ শুক্রবার উপজেলার আব্দুল আলিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানা গেছে, আব্দুল আলিম উপজেলার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বুধবার সন্ধ্যার দিকে এলাঙ্গী বাজারে যান। বাজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিরোধের জের ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। সংবাদ পেয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল আলিমের স্ত্রী শাপলা খাতুন ও ছেলে সিয়াম এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা তাঁদের বেদম মারধর করেন। একপর্যায়ে তাঁরা শাপলা খাতুনের শ্লীলতাহানি করেন। এ অবস্থায় আওয়ামী লীগের নেতা আব্দুল আলিম এবং তাঁর স্ত্রী ও সন্তানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আব্দুল আলিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্ত্রী ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

এ ঘটনায় আওয়ামী লীগের নেতা আব্দুল আলিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি ওয়াহিদুল ইসলাম ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ওয়াসিমসহ ৩২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

এ বিষয়ে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান বলেন, ‘কে বা কারা আব্দুল আলিমকে মারধর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি করেছে তা আমার জানা নেই। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনিসহ তাঁর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে।’ 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা