নাটোরের গুরুদাসপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মুঞ্জুরুল আলম (২৬) নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মশিন্দা ইউনিয়নের হাঁসমারী হাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালকের সহকারীও গুরুতর আহত হন।
নিহত মুঞ্জুরুল আলম সিরাজগঞ্জের সলঙ্গা থানার বট্টমাঝুরিয়া গ্রামের শামছুল আলমের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর থেকে সিরাজগঞ্জগামী ট্রাকটি হাজীরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মুঞ্জুরুল আলম নিহত হন। এ সময় চালকের সহযোগীও গুরুতর আহত হন। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় চালকের সহকারীকে উদ্ধার করে। পরে তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেরামত আলী আজকের পত্রিকাকে বলেন, ট্রাকচালকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।