হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে সুলতানাড়া গ্রামের মহিষার বিল থেকে পুলিশ জিসানের লাশ উদ্ধার করে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জিসান পার্শ্ববর্তী ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জোড়শিমুল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউপি চেয়ারম্যান রাসেদুজ্জামান রাছেল বলেন, হটিয়ারপাড়া গ্রাম সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নসংলগ্ন। জিসান বাবুসহ তিন বন্ধু সন্ধ্যার পর সুতানারা গ্রামের মহিষার বিলে বেড়াতে যায়। জানতে পেরেছি, সেখানে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে দুই বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। জিসানের পরিবারের লোকজন খোঁজ-খবর করার একপর্যায়ে বিলের মাঠে জিসানের রক্তাক্ত লাশ দেখতে পান।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে জিসান নামের ওই স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত