হোম > সারা দেশ > বগুড়া

নদীর মাছ বলে রং মেশানো চাষের মাছ বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বাণিজ্যিকভাবে চাষ করা শিং ও মাগুর মাছে ক্ষতিকর রং মিশিয়ে দেশি নদীর মাছ বলে বিক্রির অভিযোগে এক জেলেকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে রাসায়নিক মেশানো ৪০ কেজি মাছ জব্দ করে পার্শ্ববর্তী করতোয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার সকালে শহরের ফতেহ আলী মাছের আড়তে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় তাঁর সঙ্গে সহযোগিতা করে থানা-পুলিশের একটি দল।

ওই মাছের আরতের মাছ ব্যবসায়ীর নাম রহিম মণ্ডল।

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী বলেন, চাষ করা শিং, মাগুর মাছে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে রঙিন করে দেশি ও নদীর মাছ বলে বিক্রি করা হচ্ছিল। এতে গ্রাহকেরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি।

ইফতেখারুল আলম আরও বলেন, অভিযোগের প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী রহিম মণ্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর দোকান থেকে ৪০ কেজি মাছ নিয়ে করতোয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে মাছে কোনো রকম রাসায়নিক না মেশানোর জন্য বাজারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে