হোম > সারা দেশ > রাজশাহী

পাবিপ্রবি কর্মকর্তাকে ‘স্যার’ না বলায় ছাত্রীকে হেনস্তা, সহপাঠীদের বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেকশন কর্মকর্তাকে ‘স্যার’ না বলায় এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন ওই ছাত্রীর বিভাগের সহপাঠীরা। সেই সঙ্গে ঘটনার বিচার চেয়ে একটি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেন তাঁরা।

এর আগে গত সোমবার ভুক্তভোগী তাঁর রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় গেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের প্রধান ড. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। শিক্ষার্থীদের কাছে থেকে অভিযোগপত্র পেয়েছি। মাননীয় উপাচার্য ম্যামের উপস্থিতিতে আগামী শনিবার (৯ ডিসেম্বর) সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভুক্তভোগী আজকের পত্রিকাকে বলেন, তাঁর একাডেমিক রেজিস্ট্রেশন কার্ডের সংশোধন করার জন্য রেজিস্ট্রার অফিসে যান তিনি। সেখানে সেকশন অফিসার শেখ মাহমুদ কাননকে ভাই বলে সম্বোধন করায় তিনি ক্ষুব্ধ হন। এ সময় তিনি তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ভাই বলতে বলেন। শিক্ষকদের ভাই বলতে রাজি না হলে বিতর্কের একপর্যায়ে তাঁকে ‘স্যার’ বলতে বাধ্য করেন সেকশন অফিসার মাহমুদ কানন। এতে তিনি ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ‘৪ ডিসেম্বর আমাদের বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় গেলে সেকশন অফিসার শেখ মাহমুদ কানন তাকে হেনস্তা করেন এবং স্যার বলতে বাধ্য করেন। সেই সঙ্গে তিনি বলেন, তাঁকে স্যার না বললে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও স্যার বলা যাবে না। ওই শিক্ষার্থী হেনস্তার শিকার হওয়ার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।’

তবে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে সেকশন অফিসার শেখ মাহমুদ কানন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টা একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। আমার ১২ বছরের কর্মজীবনে এমন পরিস্থিতি হয়নি। কারও সঙ্গেই আমি কখনো খারাপ ব্যবহার করিনি, করবও না। বিষয়টা আমি একভাবে বলেছি, উনি হয়তো বুঝেছেন অন্যভাবে।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়