হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে নৌকার প্রার্থীর প্রচারে হামলা, আহত ৩

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মহিদুল ইসলামের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নৌকার বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতিনের বিরুদ্ধে। হামলায় দুইটি মোটরসাইকেল ভাঙচুর ও নৌকা মার্কার তিন সমর্থক আহত হয়েছেন। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিহার চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

হামলায় আহতরা হলেন, নৌকার সমর্থক ভান্ডারিপাড়ার শামীম ও সাব্বির এবং ভাসু বিহার গ্রামের খলিলুর রহমান। আহতরা বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ভাসুবিহার সংলগ্ন চানপাড়া গ্রামে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ মতিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অন্তত ৩০/৪০ জন যুবক তাদের ওপর হামলা করে। তিনি আরও অভিযোগ করেন, হামলার একদিন আগেই প্রচারণা সভায় প্রকাশ্যে হামলা ও খুনের ঘোষণা দিয়েছিলেন যুবলীগ নেতা মতিন। 

এ ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিহার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন জানান, তিনি তার নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছেন। নির্বাচন থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন নৌকার প্রার্থী মহিদুল। তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন জনসভায় মহিদুল আমার লোকজনকে হুমকি দিয়ে আসায় আমরা সন্ধ্যার আগেই প্রোগ্রাম শেষ করি। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে