হোম > সারা দেশ > রাজশাহী

বৃষ্টির পানি বন্ধ করতে টিনের চালে মিস্ত্রি, নিচে চলছে এইচএসসি পরীক্ষা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের কক্ষে বৃষ্টির পানি পড়া বন্ধ করতে টিনের চালে কাজ করছিলেন মিস্ত্রি। হাতুড়ি-বাটালের শব্দে পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ায় মিস্ত্রিকে নামিয়ে আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।

পরীক্ষাকেন্দ্রের ১০২ নম্বর কক্ষের পরীক্ষার্থী জারিন, রত্না, তৌহিদুল সাজু বলে, ‘পরীক্ষা শুরুর দিন থেকে বৃষ্টি। বৃষ্টি হলেই টিনের ফুটো দিয়ে ভেতরে পানি পড়ে। গত দুই পরীক্ষায় টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টি পড়ায় পরীক্ষা দিতে সমস্যা হয়। শরীর ও খাতা ভিজে যায়। তাই টিনের চালের ফুটো বন্ধ করতে আজ মিস্ত্রি দিয়ে মেরামত কাজ করা হচ্ছিল। তাতে টিন ও হাতুড়ি-বাটালের শব্দে আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছিল। তাই পরীক্ষা শুরুর ১০-১৫ মিনিট পর সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। আজ এখনো বৃষ্টি হয়নি। আমরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছি।’

আজ বৃহস্পতিবার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের পাঁচটি কক্ষের সবই টিনশেড। এর মধ্যে ১০২ নম্বর কক্ষে টিনের চালে ফুটো রয়েছে। যেখানে বৃষ্টি নামলেই ভেতরে পানি পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রের সব কক্ষই ভালো আছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। তবে একটি কক্ষে টিনের চালে ফুটো রয়েছে। পরীক্ষা শুরুর আগেই তা মেরামত করে নিয়েছি। এখন আর সমস্যা নেই।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড