হোম > সারা দেশ > রাজশাহী

বৃষ্টির পানি বন্ধ করতে টিনের চালে মিস্ত্রি, নিচে চলছে এইচএসসি পরীক্ষা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের কক্ষে বৃষ্টির পানি পড়া বন্ধ করতে টিনের চালে কাজ করছিলেন মিস্ত্রি। হাতুড়ি-বাটালের শব্দে পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ায় মিস্ত্রিকে নামিয়ে আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।

পরীক্ষাকেন্দ্রের ১০২ নম্বর কক্ষের পরীক্ষার্থী জারিন, রত্না, তৌহিদুল সাজু বলে, ‘পরীক্ষা শুরুর দিন থেকে বৃষ্টি। বৃষ্টি হলেই টিনের ফুটো দিয়ে ভেতরে পানি পড়ে। গত দুই পরীক্ষায় টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টি পড়ায় পরীক্ষা দিতে সমস্যা হয়। শরীর ও খাতা ভিজে যায়। তাই টিনের চালের ফুটো বন্ধ করতে আজ মিস্ত্রি দিয়ে মেরামত কাজ করা হচ্ছিল। তাতে টিন ও হাতুড়ি-বাটালের শব্দে আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছিল। তাই পরীক্ষা শুরুর ১০-১৫ মিনিট পর সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। আজ এখনো বৃষ্টি হয়নি। আমরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছি।’

আজ বৃহস্পতিবার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের পাঁচটি কক্ষের সবই টিনশেড। এর মধ্যে ১০২ নম্বর কক্ষে টিনের চালে ফুটো রয়েছে। যেখানে বৃষ্টি নামলেই ভেতরে পানি পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রের সব কক্ষই ভালো আছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। তবে একটি কক্ষে টিনের চালে ফুটো রয়েছে। পরীক্ষা শুরুর আগেই তা মেরামত করে নিয়েছি। এখন আর সমস্যা নেই।’

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা