হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসচাপায় নসিমনের চালকসহ ৩ জনের মৃত্যু, আহত ১০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় নসিমনের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নসিমন ও বাসের যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরে গুরুতর ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। 

নিহতদের মধ্যে নসিমনচালক ও একজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতেরা হলেন—নসিমনের চালক আল আমিন (৩২), যাত্রী নাজমুল (২৪) ও গোপাল সরকার (৩২)। গোপাল সরকার শেরপুর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তাৎক্ষণিক অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন। 

স্থানীয়রা বলছে, রংপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী, প্রাণ কোম্পানির বিপণন ব্যবস্থাপক গোপাল সরকার ও চালক আল আমিন নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহতদের অবস্থার অবনতি বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভটভটির যাত্রী নাজমুল (২৪) মারা যান। 

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার জানান, ‘ধাক্কা দেওয়া শ্যামলী বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর