হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ছাত্র আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম আব্দুল হালিম (১৮)। সে দয়াহার শেখপাড়া ফয়জিয়া দারুল উলুম মাদ্রাসার হাফতম শ্রেণির ছাত্র ও দিঘা বিশইল গ্রামের একরামুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা ছুটির পর হাকিম নিজ বাড়িতে যাওয়ার জন্য অপর একজন ছাত্রকে সঙ্গে নিয়ে সাইকেল যোগে সরাইগাছি মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির শ্যালো মেশিন চালিত গাড়ি তাঁর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সাইকেলে থাকা দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে গেলে গাড়িটি হাকিমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে হাকিম ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়িতে ফিরে গেছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে তবে চালত পলাতক রয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক