হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ১ লাখ জাল টাকাসহ দুজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় এক লাখ জাল টাকাসহ জাল নোট তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া গ্রামের একটি মুদিদোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জাল নোট তৈরি চক্রের দুই সদস্য হলেন গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি গ্রামের শহিদ (৩৭) এবং জয়ভোগা গ্রামের সাজু ওরফে সুজা (৩৫)। 

বগুড়া ডিবির উপপরিদর্শক (এসআই) আলী জাহান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গতকাল রাতে সন্ধ্যাবাড়ি গ্রামের একটি মুদিদোকানের সামনে ছদ্মবেশে অবস্থান নেয়। সেখানে শহিদ এক লাখ টাকার জাল নোট সাজু ওরফে সুজার কাছে হস্তান্তর করেন। তখন দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া শহিদের বিরুদ্ধে একটি এবং সাজুর বিরুদ্ধে দুটি জাল নোট সরবরাহের অভিযোগে মামলা রয়েছে। 

ডিবির এসআই আলী জাহান আজকের পত্রিকাকে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন গরুর হাটে জাল নোট সরবরাহের জন্য টাকা হস্তান্তর করছিলেন বলে স্বীকার করেছেন। বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা দিয়ে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জেলা ডিবির এসআই আলী জাহান বাদী হয়ে আজ বুধবার জাল নোটসহ দুজনকে থানায় হস্তান্তর করে মামলা করেছেন। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা