হোম > সারা দেশ > রাজশাহী

সিলেট উইমেন চেম্বারের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত পত্রে এই আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘পরশু (মঙ্গলবার) বিকেলে চিঠি এসেছে। বুধবার দায়িত্ব গ্রহণ করেছি। আমাকে নির্বাচনের জন্য ১২০ দিন সময় দেওয়া হয়েছে। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারব।’

অফিস আদেশে বলায়, ‘সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর জবাবে বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি। যেহেতু সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদ ভোটার তালিকা যথাযথভাবে প্রকাশ ও প্রচার করেননি, চেম্বারে বিভিন্ন ক্যাটাগরির সদস্যসংখ্যার অনুপাতে নগণ্য সংখ্যক সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, নির্বাচনী বোর্ড গঠন ও নির্বাচন আপিল বোর্ড গঠনের ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব পরিলক্ষিত হয়েছে।’

আদেশে কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের নির্দেশনা দিয়ে বলা হয়, ‘সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক সরকার অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিলেটকে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।’

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ