হোম > সারা দেশ > বগুড়া

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া ২ বিএনপি নেতার সন্ধান মিলেছে

বগুড়া প্রতিনিধি

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাঁদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন। আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। 

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাঁদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। 

আনোয়ারের মা রমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে। সে সুস্থ ও ভালো আছে। তবে এত দিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।’ 

অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শিগগিরই বাড়ি ফিরবে। তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।’ 

উল্লেখ্য, ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

এদিকে ২৬ ডিসেম্বর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করেন এবং তাঁদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত