জয়পুরহাটের রেললাইনে রুস্তম আলী (৩০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কেশবপুর এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুস্তম আলী সদর উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর বাড়িতে রিকশাসহ বাজারের ব্যাগ রেখে বাইরে যান তিনি। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে কেশবপুর এলাকার রেললাইনের পাশে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।